গোপালগঞ্জ জিরোপয়েন্ট থেকে প্রায় ২০ কিঃমিঃ উত্তর পশ্চিমে ১নং জালালাবাদ ইউনিয়ন অবস্থিত। পূর্বে সুকতাইল ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে স্বাধীনতা পরবর্তী সরকারের মাননীয় তার ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম মোল্যা জালাল উদ্দিনের স্মৃতি বিজড়িত এলাকায় তার নাম অনুসারে জালালাবাদ ইউনিয়নের নাম করণ করা হয়। যার উত্তর, পশ্চিম এবং দক্ষিণ তিন দিকেই মধুমতি নদী অবস্থিত এবং পূর্ব পাশে গোপীনাথপুর ও পূর্ব দক্ষিণ পাশে সুকতাইল ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের আয়তন ৩,৯৬৯ বর্গ কিঃমিঃ। বর্তমানে ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স ভবনটি খালিয়া মৌজার ১৯০৫, ১৯১৬, ১৯০৩, ১৯০৪ নং দাগে মোট ০.৬৩ একর জমির উপর নির্মাণাধীন রয়েছে।
(১০) ঘেনাশুরঃ নারী- ৮৭৪, পুরুষ- ৮৫০ মোট, ১৭২৪ জন।
(১১) দূর্গাপুরঃ নারী- ৮০৪, পুরুষ- ৭৭০,
মোট- ১৫৭৪ জন।
(১২) তেুতলিয়াঃ নারী- ৪৩০, পুরুষ- ৩৯৫,
মোট- ৮২৫ জন।
(১৩) পাচুড়িয়াঃ নারী- ৩৪১, পুরুষ- ৩১৫,
মোট- ৬৫৬ জন।
(১৪) মাঠলাঃ নারী- ৭৬৭, পুরুষ- ৭৫৫,
মোট- ১৫২২ জন।
(১৫) মিরারচরঃ নারী- ১৪৯, পুরুষ- ১৩৮,
মোট- ২৮৭ জন।
সর্বমোটঃ নারী- ৭৯২৮ জন, পুরুষ- ৭৭০৪ জন।
মোট- ১৫৬৩২ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS