Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জালালাবাদ ইউনিয়ন তথ্যবাতায়নে আপনাকে স্বাগতম। 

প্রয়োজনে-01777192322, ইমেইল-jalalabadunion@gmail.com



আনসার ও ভিডিপির দায়িত্ব

প্রতিটি ইউনিয়নে একজন করে আনসারের ইউনিয়ন দলনেতা থাকেন। এই ইউনিয়নের ইউনিয়ন দলনেতা হলো জনাব মোঃ লিয়াকত হোসেন। গ্রাম-খালিয়া, ডাকঘর: ইউ এ খালিয়া গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।  তিনি তার এলাকার কয়েকটি প্লাটুন নিয়ে জরুরী প্রয়োজনে কাজ করে থাকে।

জনাব লিয়াকত হোসেন

ইউনিয়ন দলনেতা 

(আনসার ও ভিডিপি)

মোবাইল নং-01745657322


ক) দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে সাহায্য করা।

খ) দেশের আইন শৃংখলা রক্ষার্থে সরকারী আইন শৃংখলা বাহিনীকে সাহায্য করা।

গ) স্বেচ্ছা সেবার কাজ করা।

ঘ) সামাজিক উন্নয়নের কাজ করা।