০১। কোটাখোল-ঘাগাধলাইতলা ব্রিজ একটি দর্শনীয় স্থান। এখানে ব্রিজটির কাজ চলমান। এটি দুটি জেলার সংযোগ সেতু/ব্রিজ। এই ব্রিজটি দৃশ্যমান হলেই এখানে লাখো মানুষের যাতায়াতের ব্যবস্থা সুগম হবে এবং এই এলাকায় মধুমতি নদীর কূল খুবই আকর্ষনীয় স্থান ও দর্শনীয়।
০২। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। কিন্তু এই ইউনিয়ন কে নদীর ইউনিয়ন ও বলা যেতে পারে নদীটি কুলের সীমানা জেলার সীমানা ও বিভাগের সীমানায় প্রভাবিত করেছে। তাই এখানে দর্শনীয় স্থান গুলো খুবই মনোরম।
স্থান : মধুমতি বাজার ঘাট, ইছাখালী খেয়াঘাট কোটাখোল ঘাট, বড়ফা খেয়াঘাট, মধুমতি বাজার খেয়াঘাট, দুর্গাপুর খেয়াঘাট। সরিষা ক্ষেতের মনোরম দৃশ্য আরো সুন্দর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস