Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জালালাবাদ ইউনিয়ন তথ্যবাতায়নে আপনাকে স্বাগতম। 

 ইমেইল-jalalabadunion@gmail.com

অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যায় গ্রাম আদালতে...........



জন্ম ও মৃত্যু নিবন্ধন যে যে কাজে লাগে

জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে

জন্ম সনদ একজন মানুষের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ। রাষ্ট্রের স্বীকৃত নাগরিকের মর্যাদা ও সকল সুযোগ-সুবিধা ভোগ করতে হলে কিছু ক্ষেত্রে জন্ম সনদ প্রদর্শন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন কী কী কাজে লাগে তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

  • ১) পাসপোর্ট ইস্যু
  • ২) বিবাহ নিবন্ধন
  • ৩) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
  • ৪) সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান
  • ৫) ড্রাইভিং লাইসেন্স ইস্যু
  • ৬) ভোটার তালিকা প্রণয়ন
  • ৭) জমি রেজিষ্ট্রেশন
  • ৮) ব্যাংক হিসাব খোলা
  • ৯) আমদানি ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি
  • ১০) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
  • ১১) ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি
  • ১২) ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি
  • ১৩) বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
  • ১৪) গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি
  • ১৫) ট্রেড লাইসেন্স প্রাপ্তি
  • ১৬) জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি 

মৃত্যু নিবন্ধন কি কি কাজে লাগে

মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন, পারিবারিক পেনশন প্রাপ্তি প্রভৃতি কাজের জন্য মৃত্যু নিবন্ধন প্রয়োজন। তদুপরি মৃত্যু নিবন্ধিত না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয় সম্ভব হবে না। মৃত্যু নিবন্ধন করতে হলে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন থাকতে হবে। 

০১। উত্তরাধিকার সংক্রান্ত (সাকসেশন সার্টিফিকেট)

০২। পারিবারিক পেনশন প্রাপ্তি

০৩। মৃত ব্যাক্তি লাইফ ইনসুরেন্স দাবি মেটানো।

০৪ নাম জারি ও জমিভাগ প্রাপ্তি এছাড়াও বিভিন্ন কাজে মৃতু সনদ লাগে।